Headlines

ফুটবল সম্পর্কে এই তথ্যগুলো আপনি নাও জানতে পারেন

১। ১৮৮২ সাল পর্যন্ত ফুটবল খেলায় কোন ক্রস বার ছিল না। দুই পোস্টের মাঝখান দিয়ে পাঠালেই তখন গোল হত।

২। ১৮৯০ সালে গোলে নেটের ব্যবস্থা করা হয়।

৩। প্রমিলা ফুটবল নতুন কিছু নয়। এভারটনে ১৯২০ সালে পঞ্চাশ হাজারের উপরে দর্শকের উপস্থিতিতে নারীদের একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর নিসেধাজ্ঞা আসে। নিষেধাজ্ঞা ছিল পরবর্তী পঞ্চাশ বছর পর্যন্ত।

৪। প্রথম এফএ কাপ ফাইনাল অনুষ্ঠিত হয় ১৮৭২ সালে। তখন পর্যন্ত রেফরির কাছে বাঁশি থাকতে না। মুখে বলতে হত।

৫। ১৮৬৩ সালের ফুটবল রুল অনুযায়ী গোল হওয়ার সাথে সাথে সাইড পরিবর্তন করতে হত।

৬। বিশ্বফুটবলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে ১৮৭২ সালে গ্লাসগোতে।

৭। ১৮৮৮ সালে প্রথম পেনাল্টি কিকের প্রচলন হয়।

৮। ১৯০৪ সালে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রতিষ্ঠিত হয়।

৯। ১৯০০ সালে অলিম্পিকে ফুটবল খেলা প্রথম অনুষ্ঠিত হয়।

১০। ১৯৩০ সালে উরুগুয়েতে ১৩ দলের সমন্বয়ে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।