পুরোদমে চলছে জোড়াতালির কাজ। বাগেরহাট সদর উপজেলা আর কচুয়া উপজেলার সীমান্ত ফতেপুর ব্রিজ, প্রতিষ্ঠার পর আর নতুন হয়নি কখনো। মাঝে মধ্যে জোড়াতালি দিতে দিতে জরাজীর্ণ, তবু এখনও চলছে জোড়াতালি। এখান দিয়েই পিরোজপুর বরিশাল খুলনা ঢাকা সহ দুরপাল্লার নানান যানবাহন চলাচল করে।
এটি মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রাস্তা। বিনা চাষে এখানে ধান রোপন করা সম্ভব!!
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল বাজারের প্রধান সড়কে চলছে পানিপথের যুদ্ধ। এই রাস্তার অদূরেই প্রতি সপ্তাহে দুদিন (রবি ও বৃহস্পতিবার) এখানে হাট বসে। বাধাল হাট বাগেরহাট জেলার অন্যতম
জনসচেতনায়—
সঞ্জীব দাস
সাবেক সভাপতি: ইউনিয়ন ছাত্রলীগ, সাবেক সেক্রেটারি: উপজেলা ছাত্রলীগ, সাবেক সাংগঠনিক সম্পাদক: জেলা ছাত্রলীগ।