মেজর (অব) মিজানের পরিবারের জন্য আমার দুঃখ হয়

follow-upnews
0 0

মেজর (অব) মিজানের পরিবারের জন্য আমার দুঃখ হয়। আমি রাত গভীরের গ্রেফতারটি দেখেছি। পরে মিজানের অডিও ফোনকলটিও শুনেছি। যদি বুঝে থাকি, তাতে খুন খারাবির নির্দেশ আছে। যে কোনোভাবে ক্ষমতা যাওয়া কি রাজনীতি? ক্ষমতার ইকুয়েশন ঠিক রাখতে গিয়ে ধ্বসে যাচ্ছে একটা দেশ। আদর্শ। আত্মবলিদান। আমাদের চোখের সামনে। প্রতিদিন। স্বাভাবিক নিয়মে বাংলাদেশের রাজনীতি আর মূলধারায় আনা যাবে কি না, এটা রাষ্ট্রবিজ্ঞানের কঠিনতম প্রশ্ন হিসাবে সামনে চলে এসেছে। আস্তে আস্তে কীভাবে দাম রেড়েছে মেজর, ক্যাপ্টেন, সচিব, জেনারেল, এলাকার টেরর, পাহলোয়ান, ব্যবসায়ী এবং সাম্প্রতিক কালের পীর-ফকিরদের! রাজনীতিতে এদের কাজ কি? মানব ইতিহাসে এরাই কি রাজনীতির ক্রিয়েটিভ মানুষ? ভালো বুঝে? সেই তেভাগা অান্দোলন থেকে রাজনীতি কোরতো নেতারা, অগ্রসর মানুষেরা, যারা জেলে বসে পোড়তো, ভাবতো, লিখতো। ভয়ে এরা সাইড লাইনে চলে গেছে। অন্যদিকে আজ স্রেফ সুইস ব্যাংকে টাকা জমানোর জন্য, কানাডায়, মালয়েশিয়ায় বাড়ী করার জন্য, দেশের ভিতর চলছে মানুষ নিয়ে ভয়ংকর খেলা! আমি তাই দেখছি। যদি আগামীকাল রাজনীতি করে অন্যায় উপার্জন করার সুযোগ বন্ধ করে দেয়া হয়, পরদিন ওরা দলে দলে পরিত্যাগ করবে রাজনীতি।
আমি নিশ্চিত।
এটা বুঝতে গবেষনা লাগে না।


লিখেছেন শেখ বাতেন    শেখ বাতেন

Next Post

বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জীব দাসের ওয়াল থেকে

পুরোদমে চলছে জোড়াতালির কাজ। বাগেরহাট সদর উপজেলা আর কচুয়া উপজেলার সীমান্ত ফতেপুর ব্রিজ, প্রতিষ্ঠার পর আর নতুন হয়নি কখনো। মাঝে মধ্যে জোড়াতালি দিতে দিতে জরাজীর্ণ, তবু এখনও চলছে জোড়াতালি। এখান দিয়েই পিরোজপুর বরিশাল খুলনা ঢাকা সহ দুরপাল্লার নানান যানবাহন চলাচল করে। এটি মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রাস্তা। বিনা […]
রামপুর