সিজফ্রেনিয়া এক ধরনের মানসিক রোগ, যা বেশীরভাগ সময় যৌবনের শুরুতে দেখা দেয়। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তির সব রকম মনোদৈহিক কার্যকলাপের অবনতি ঘটে— ব্যক্তির চিন্তা-ভাবনা, আবেগ, ও আচরণের লক্ষণীয় অবনতি ঘটে।
ব্যক্তি স্বাভাবিক জীবন থেকে ধীরে ধীরে ছিঁটকে পড়তে শুরু করে। তবে এ রোগের চিকিৎসা রয়েছে। নিয়মিত ওষুধ সেবন করলে রোগমুক্তি হয়, তবে রোগটি বারে বারে ফিরে আসতে পারে, তাই সবসময় চিকিৎসার মধ্যে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হয়।
♣ বিচ্ছিন্ন জীবন-যাপন;
♣ নিষ্ঠুরতা, এবং সন্দেহ প্রবণতা;
♣ নোংড়া থাকা;
♣ অর্থহীনভাবে তাকিয়ে থাকা;
♣ অহেতুক হাসা বা কাঁদা;
♣ বিষন্নতা;
♣ বেশি ঘুমানো বা না ঘুমানো;
♣ অদ্ভূত এবং অযৌক্তিক কথাবার্তা;
♣ ভুলে যাওয়া, মনোযোগ দেওয়ার অক্ষমতা;
♣ প্রতিক্রিয়াশীলতা;
♣ শব্দের বিস্ময়কর ব্যবহার, বাক্য গঠনও অদ্ভুত প্রকৃতির হতে পারে;
♣ কেউ কেউ অতিমাত্রায় ধার্মিক হয়ে উঠতে পারে।
সৌজন্যে: ব্রেন এন্ড লাইফ হসপিটাল।