রক্ত সরবরাহের জন্য দেশে বেশ কয়েকটি ব্লাড ব্যাংক আছে। সংগঠনগুলো রোগীদের জন্য তাৎক্ষণিকভাবে রক্ত সরবরাহের ব্যবস্থা করে থাকে। চাহিদানুযায়ী ব্যাংকে রক্ত না থাকলে তারা ডোনার সংগ্রহ করে দেয়ার চেষ্টা করে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক দাতাদের রক্ত সংগ্রহ করে থাকে।
রক্তদান ও গ্রহণ:
প্রতিষ্ঠান বিশেষ নিয়ম রয়েছে। যেমন, কিছু প্রতিষ্ঠান নিম্নরূপ নিয়মের মধ্য দিয়ে রক্ত নিয়ে থাকে এবং সরবরাহ করে।
১. প্রতিষ্ঠানের নির্ধারিত ফরম পূরণ করে নমুনা রক্ত দিতে হয়;
২. নমুনা রক্তে কোনও প্রকার সমস্যা না থাকলে রক্তদাতার কাছ থেকে রক্ত নেয়া হয়;
৩. রক্ত গ্রহণের সময় হাসপাতালের মেডিকেল অফিসারের সিল ও স্বাক্ষরসহ লিখিত ব্লাড রিকুইজেশন জমা দিতে হয়।
খরচ:
সরাসরি ডোনারের কাছ থেকে রক্ত নিতে কোনও খরচ প্রয়োজন হয় না। তবে ব্লাড ব্যাগ সংগ্রহ করতে কিছু খরচ আছে।
১. রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক সোসাইটির এক ব্যাগ রক্তের খরচ পড়ে ৭০০ টাকা।
২. বাঁধন ব্লাড ব্যাংক শুধুমাত্র ব্লাড ব্যাগের দাম নিয়ে থাকে।
৩. কোয়ান্টামে ব্লাড সেন্টারের এক ব্যাগ রক্তের খরচ পড়ে ৭৫০ টাকা। কোয়ান্টাম ব্লাড সেন্টার থেলাসেমিয়া রোগীদের জন্য ছাড় দিয়ে থাকে।
৪. পুলিশ ব্লাড ব্যাংকে রক্তের দাম রাখা না হলেও ব্লাড ব্যাগের মূল্য, পাঁচটি রোগের পরীক্ষা খরচ, ক্রস ম্যাচিং টেস্ট ও প্রসেসিং এর জন্য ৪০০ টাকা ফি রাখা হয়। পুলিশ ব্লাড ব্যাংক গরীব রোগীদের জন্য বিনামূল্যে রক্ত সরবরাহ করে থাকে।
৫. রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক সোসাইটি সরকারি হাসপাতালের ফ্রি বেডের রোগীদের জন্য ২৫০ টাকা ও ক্লিনিকের রোগীদের জন্য ৪৫০ টাকায় রক্ত দিয়ে থাকে। থেলাসেমিয়া রোগীদের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন সাপেক্ষে ৫০% ছাড়ে রক্ত দিয়ে থাকে।
যারা রক্তদান করতে পারে:
১. ১৮ থেকে ৬০ বছর বয়সীদের যাদের ওজন নূন্যতম ৪৫ কেজি বা ১০০ পাউন্ড তারা রক্তদান করতে পারেন।
২. রক্তদানের সময় রক্তদাতার তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইটের নিচে এবং নাড়ির গতি ৬০ থেকে ১০০ বার এর মধ্যে হতে হয়।
৩. ওষুধ ছাড়া সিস্টোলিক রক্তচাপ ১০০ এবং ১৪০ থেকে পারদ চাপ এবং ডায়স্টোলিক রক্ত চাপ ৬০ থেকে ১০০ পারদ চাপের মধ্যে হওয়া প্রয়োজন।
৪. পুরুষের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন ১২.৫ গ্রাম/এমএল এবং মহিলাদের ক্ষেত্রে ১১.৫/১০০ গ্রাম/এমএল হওয়া দরকার।
৫. রক্তদাতার রক্ত পরিসঞ্চালন জনিত কোন রোগ আছে কিনা সেটাও দেখতে হয়। সিরিঞ্জের মাধ্যমে রক্ত গ্রহণকারীদের বাহুতে যে ধরনের স্কার মার্ক থাকে, তা আছে কিনা সেটা পরীক্ষা করা হয়।
ঢাকার কয়েকটি ব্লাড ব্যাংকের ঠিকানা:
পুলিশ ব্লাড ব্যাংক
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ।
ফোন : ৯৩৬২৫৭৩।
মোবাইল : ০১৭১৩৩৯৮৩৮৬।
ই-মেইল : [email protected]
ওয়েবসাইট : www.policebloodbank.gov.bd
কোয়ান্টাম সেন্টার
৩১/ডি, শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক (পুরাতন শান্তিনগর) ঢাকা-১২১৭। (ইস্টার্ন প্লাস মার্কেটের পূর্ব পাশে)
ফোন : ৮৩২২৯৮৭।
মোবাইল : ০১৭১৪০১০৮৬৯।
ই-মেইল : [email protected]
ওয়েবসাইট : www.quantammethod.org.bd
২৪ ঘন্টা খোলা
বাঁধন ব্লাড ব্যাংক
বাঁধন, টি.এস.সি (নীচতলা) (জোনাল অফিস) ঢাকা বিশ্ববিদ্যালয়
ফোন : ৮৬২৯০৪২।
ই-মেইল : [email protected]
ওয়েবসাইট : www.badhan.org
সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা
রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক সোসাইটি
৬৮৪, ৬৮৬, বড় মগবাজার, ঢাকা।
ফোন : ৯১১৬৫৬৩।
ফোন : ০১৮১১৪৫৮৫২৪।
২৪ ঘন্টা খোলা
follow-upnews.com