বঙ্গবন্ধুকে নিয়ে ভোলা মাস্টারের (এড. শামসুল হক) গান

এড. মোঃ শামসুল হক

মুজিবের গান ও বাংলাদেশের গণ-সঙ্গীত

সাধ্য কাহার মারে তারে কার ঘাড়ে কয়টা মাথা,

বাংলার ঘরে ঘরে যাহার অমর কাব্য গাঁথা।

 

বাংলার প্রতি ধূলিকণা জানে যাহার নাম,

বাংলার বুকের উদাস হাওয়া চিনে যাহার ধাম।

যে নাম ঘোষণা করছে বাংলার গাছের প্রতি পাতা।।

সলিলে যার ললিত বাণী করে সদাগান,

আকাশে যার ধ্রুবজ্যোতি সম ছবি ভাসে অম্লান।

 

শিল্পীর তুলি, কবির কালির উৎসর্গ যার নামে,

যে নামের ধ্বনি প্রতিধ্বনি সুরে ও সংগ্রামে,

যে নাম লিখিতে খুলে দিলাম (আজ) আমার মনের খাতা।।

 

শেখ মুজিব, শেখ মুজিব, আমরা তোমায় ভুলি নাই;

আজও তুমি বঙ্গবন্ধু মোদের মুজিব ভাই।।

 

তোমারে স্মরিয়া আজও যে বাঙালি সন্ধ্যা প্রদীপ জ্বালে,

তোমার নামেতে আজও রাজপথে বুকের রক্ত ঢালে,

তোমার বজ্রকণ্ঠে আজও পথের দিশা পাই।।

 

জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান,

কোটি মানুষের হৃদয়ে আজও দেদীপ্যমান।

 

বাঙালির তরে বাঙলার পরে দিলে যে বলিদান,

সারা বাঙলার ঘরে ঘরে আজ তাহারই জয়গান,

তোমার স্মরণে আজও বাঙালির অশ্রু বর্ষে তাই।।

 

৩ 

বঙ্গবন্ধু শেখ মুজিব, তুমি অমর চিরঞ্জীব।

আজও তোমার নৌকা বাঙলার গাঙে ভাসে।।

 

তুমি নেতা জাতির জনক বঙ্গবন্ধু তুমি,

তোমার দেওয়া স্বাধীনতায় ধন্য বঙ্গভূমিগো-

                                            ধন্য বঙ্গভূমি।

তুমি অক্ষয় অবিনশ্বর— তুমি দীপ্ত চির ভাস্কর

(আজও) বাঙালিদের হৃদয়ের আকাশে।।

 

বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা,

গণতন্ত্র, সমাজতন্ত্রের তুমিই যে প্রবক্তাগো—

                                  তুমিই যে প্রবক্তা।

 

আজন্ম  দরদী তুমি দুঃস্থ মানবতার

বিমূর্ত প্রতীক তুমি বিশ্বে স্বাধীনতার গো—

                              বিশ্বে স্বাধীনতার।

 

যারা দুখী সর্বহারা— তোমার নামে পাগলপারা

(তারা) জীবন দিয়েও তোমায় ভালোবাসে।।

 

৪ 

মুজিব এসেছে এবার, মুজিব এসেছে এবার,

মুজিব এসেছে এবার, নূতন প্রেরণা দেবার।

মুজিব এসেছে স্বাধীনতার রক্ত মূল্য নেবার।।

 

মুজিব এসেছে এবার মোদের নূতন বারতা লয়ে,

মুজিব এসেছে দীপ্ত ভাস্কর রক্ত সূর্য হয়ে,

মুজিব এসেছে বীরের খাতায় নূতন নাম লেখাবার।।

 

মুজিব মোদের স্বাধীনতা, মুজিব মোদের আশা,

মুজিব মোদের কৃষ্টি-সত্তা, মুজিব প্রাণের ভাষা। 

 

মুজিব এসেছে বাঙালির জীবনে জান্তার যম হয়ে,

মুজিব এসেছে জনতার তরে মুক্তির কথা বয়ে,

মুজিব এসেছে শাসক শোষকে নূতন শিক্ষা দেবার।।

 

মুজিব মরে নাইরে, মুজিব মরে নাই—

পদ্মা-মেঘনা-যমুনার দেশে মুজিব মরে নাই।

জাতির জনক বঙ্গবন্ধু মুজিব মরে নাই।।

 

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জয়—

বাংলা মায়ের ঘরে ঘরে বাঙালিরা কয়,

মুজিব মরে নাইরে ……………………।।

আজও বাঙলার দামাল ছেলেরা মুজিব নামের পাগল—

মুজিব নামে আজও তারা ভাঙে জেলের আগল,

মুজিব মরে নাইরে ……………………..।।

আজও বাঙলার যুবা-বৃদ্ধ মুজিব নামের ভক্ত—

মুজিব নামে আজও তারা ঢালে বুকের রক্ত,

মুজিব মরে নাইরে ……………………..।।

আজও বাঙলার আকাশ-বাতাশ মুজিব নামে ছাওয়া—

মুজিব নামে মাতোয়ারা আজও বাঙলার হাওয়া,

মুজিব মরে নাইরে ………………………।।

আজও বাঙলার গরীব-দুঃখী মুজিব নামে কাঁদে—

মুজিব নামে আজও তারা ভাঙা বুকখান বাঁধে,

মুজিব মরে নাইরে ……………………..।।

আজও বাঙলার কামার, কুমার, জেলে, কৃষক, তাঁতী—

বঙ্গবন্ধু মুজিব নামে নিত্য গায় প্রভাতী,

মুজিব মরে নাইরে ………………………।।

বিশ্ববাসী আজও গাহে মুজিব নামের জয়—

আজও বিশ্বে মুজিব নামে বাঙলার পরিচয়,

মুজিব মরে নাইরে ………………………।।


বইটি ই বুক আকারে ফলোআপনিউজে শীঘ্রই প্রকাশিত হবে।