Headlines

ফেসবুক থেকে: মসজিদের ভিতর শিশু ধর্ষণকে আপনি Perversion বলেছিলেন?

রুবিনা চৌধুরী Rubina Chowdhury

মাননীয় প্রধানমন্ত্রী,

ধর্মনিরপেক্ষতার অর্থ নির্দিষ্ট কোন ধর্মের প্রতি পৃষ্ঠপোষকতা না করা, বিশেষ করে রাষ্ট্রের।

Pervert শব্দের অর্থ নৈতিকতায় বিমুখ বা সঠিক পথে না চলা, এককথায় বাংলায় বিকৃতি। হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া শূকরের মাংস খাওয়া হয়, তারা কী সবাই বিকৃত?
মদ সারা পৃথিবীতে প্রচলিত পানীয়। এমনকি পৃথিবীর সব সহজ সরল আদিবাসীরাও মদ উৎপাদন করে। তারা সবাই বিকৃত?
গাঁজা র ব্যবহার এখন অনেক দেশেই আইনসিদ্ধ বিভিন্ন কারণে। তাহলে কী সেই আইন প্রণেতারা সবাই বিকৃত?
আপনার আন্তর্জাতিকতার জ্ঞানের মান এই পর্যায়ে নীচে নামার তো কথা নয়।

মসজিদের ভিতর শিশু ধর্ষণকে আপনি perversion বলেছিলেন? যখন সেনাবাহিনীর সদস্যরা তনু হত্যা করলো, তখন বলেছিলেন? যখন ছাত্রলীগ নেতা শত ধর্ষণপূর্তি পালন করেছিল কেক কেটে তখন তাকে perverted বলেছিলেন?

আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার ভাষাজ্ঞানের স্থূলতা আমাদের জাতীয় লজ্জা, সংস্কৃতির কলঙ্ক।


রুবিনা চৌধুরী