”যে দৃশ্য আমাকে ক্ষত-বিক্ষত করে”

follow-upnews
0 0

লক্ষ লক্ষ টাকার ইফতার পার্টি। সেখানে প্রচুর অপচয় হয়। ওখানে ধর্মের নামে রাজনীতি ও আভিজাত্য প্রমত্ত হয়। ইদানিং সেহরি পার্টি হচ্ছে। সেখানেও একই চিত্র। ওদের ফেলে দেয়া সেহরি কুড়িয়ে খায় মানুষ। ও যেন কুকুরের মতো!

Picture by Ratan Siddique

এ বিপরীত চিত্রের দ্বান্দ্বিকতা আমাকে ক্ষুব্ধ করে। তখন আচরিত এ ধর্ম আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। উত্তরহীন আমি ক্ষত বিক্ষত হই। আজ সকাল থেকে রক্তাক্ত আমি। ভেতরে প্রবল রক্ত ক্ষরণ।


Ratan Siddique

Next Post

কুইজ প্রতিযোগিতা: গণহত্যা ১৯৭১

একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনী ঢাকায় শুরু করেছিল গণহত্যা। ২৬ মার্চ থেকে তা তারা ছড়িয়ে দেয় সারাদেশে। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ শুরু হতে না হতেই তারা লক্ষ লক্ষ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে। প্রাণ বাঁচাতে মানুষ পালাতে থাকে শহর ছেড়ে গ্রামে, তাতেও রক্ষা হয়নি, গ্রামে গ্রামেও গণহত্যা চালিয়েছে এদেশীয় দোসরদের সহযোগিতায় […]
১৯৭১ গণহত্যা বাংলাদেশ