ছবিতে ১৯৭১ এর গল্প: শরণার্থী ক্যাম্প

follow-upnews
0 0

নির্যাতনের ইতিহাস

এক কিশোরী তার অসুস্থ ছোট ভাইকে নিয়ে পশ্চিমবঙ্গের বাহারামপুরের একটি শরণার্থী ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছে।

ফটোগ্রাফার: আব্দুল হামিদ রায়হান।

১৯৭১

বাংলাদেশে তখন প্রচণ্ড যুদ্ধ চলছে। ১৯৭১ সালের এপ্রিল মাস৷ এপার থেকে মানুষ প্রাণ বাঁচাতে ভারতের ত্রিপুরার মোহনপুরের একটি স্কুল ভবনে আশ্রয় নিয়েছিল।

ভারত
বেনাপোলের কাছে শরণার্থী শিবিরে।

১৯৭১, ১৪ এপ্রিলের একটি ছবি, ঐদিন যশোরের বেনাপোলের কাছে ভারত সীমান্তে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল পাঁচ ছয় হাজার বাংলাদেশি৷


শরণার্থী ক্যাম্পের ছবিগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে এই পোস্টের সাথে ধারাবাহিকভাবে যুক্ত করা হবে।

Next Post

মায়ার বাঁধনে বাঁধো তন্ময়কে // প্রফেসর ড. মো: আলতাফ হোসেন

দিকে দিকে আজ-ছড়িয়ে পড়েছে তন্ময়ের জয়ধ্বনি, যে দিকে তাকাই-সেদিকে দেখি তন্ময়ের ছবিখানি ছবি দেখলে ভেসে ওঠে বন্ধু তন্ময়, নামটি মমতাময় যতবার দেখি বারবার কেন দেখতে ইচ্ছে হয়। আমি কবি আমি বুঝি ধ্যান করা মোর স্বভাব আল্লাহর আশির্বাদে অভাব মায়ার বাঁধনে ধরিয়া না রাখিলে পাখি যাবে উড়াল দিয়ে কোনদিন আর আসিবেনা […]
আলতাফ হোসেন

এগুলো পড়তে পারেন