চলতি শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা (শোনা এবং বলা) যাচাইয়ের উপর দশ করে বিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে প্রয়োজনীয় কথাবার্ত বলতে পারে না, এবং অন্য বললে তা বুঝতে পারে না -এজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা সচিব। স্কুল পর্যায়ে অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে এ পদ্ধতি সার্টিফিকেট পরীক্ষাগুলোতে অর্থাৎ পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব। এ পদ্ধতিতে ক্লাসে কম্পিউটার এবং মোবাইল প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের অডিও কনটেন্ট দেওয়া হবে। কনটেন্ট তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। কনটেন্টগুলো nctb.govt.bd এবং শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে আপলোড করা হবে।