Headlines

কচুয়া উপজেলার চেয়ারম্যান নাজমা সারোয়ারকে দিব্যেন্দু দ্বীপ-এর বই উপহার

নাজমা সারোয়ার

অদ্য ০১/০১/২০২২ তারিখে বাগেহাট জেলার কচুয়া উপজেলার চেয়ারম্যান নাজমা সারোয়ারকে বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ-এর বই উপহার দেওয়া হয়েছে। বই উপহার দিয়েছেন ফলোআপনিউজ পত্রিকার বাগেহাট জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম (বাপ্পী)। একইসাথে তাকে উপহার দেওয়া হয়েছে “শহীদস্মৃতি সংরক্ষণ কমিটি” হতে প্রকাশিত স্মরণিকা ‘অশ্রুত-৭১’। পাশাপাশি জনাব নাজমা সারোয়ারের সাথে এলাকার বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে মত বিনিময় করা হয়েছে।

নাজমা সারোয়ার
কচুয়া উপজেলার চেয়ারম্যান নাজমা সারোয়ারের হাতে লেখক ও গবেষক দিব্যেন্দু দ্বীপ-এর বই তুলে দিচ্ছেন ফলোনিউজ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম বাপ্পী।