Headlines

পাথরে পাথর চেপে ছিলো শুধু এতদিন // দিব্যেন্দু দ্বীপ

পাথর

অনেক হয়েছে ভালোবাসাবাসি,

কেড়ে নিয়ে সব দু’জনে হেসেছি অট্টহাসি।

সুখে সম্মত হয়ে আমরা তবে

প্রেমের কাব্যের শেষ লাইনটি লিখে ফেলি আজ।

দ্বন্দ্বে, কখনো আনন্দে নির্ঘুম রাত কাটিয়ে

ভোরের সূর্যটা দেখা হয়নি যে কতদিন!

ঝেড়ে ফেলো সব লাজ, এসো সত্য বলি—

আগলিয়ে রেখেছিলো কে কাকে কীসে?

পাথরে পাথর চেপে ছিলো শুধু এতদিন,

মাটির প্রলেপ পড়েনি তাতে,

মরুভূমি হয়ে মরিচিকা দেখেছি ছদ্মবেশে।

গ্রন্থিহীন হয়ে এখন এসো,

খুলে দিই সব দ্বার— আমরা আবার হব নবীন।