পাথরে পাথর চেপে ছিলো শুধু এতদিন // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

অনেক হয়েছে ভালোবাসাবাসি,

কেড়ে নিয়ে সব দু’জনে হেসেছি অট্টহাসি।

সুখে সম্মত হয়ে আমরা তবে

প্রেমের কাব্যের শেষ লাইনটি লিখে ফেলি আজ।

দ্বন্দ্বে, কখনো আনন্দে নির্ঘুম রাত কাটিয়ে

ভোরের সূর্যটা দেখা হয়নি যে কতদিন!

ঝেড়ে ফেলো সব লাজ, এসো সত্য বলি—

আগলিয়ে রেখেছিলো কে কাকে কীসে?

পাথরে পাথর চেপে ছিলো শুধু এতদিন,

মাটির প্রলেপ পড়েনি তাতে,

মরুভূমি হয়ে মরিচিকা দেখেছি ছদ্মবেশে।

গ্রন্থিহীন হয়ে এখন এসো,

খুলে দিই সব দ্বার— আমরা আবার হব নবীন।

Next Post

কাঙ্ক্ষিত স্বপ্ন // অরূপ গাইন

হে মহাপ্রলয়ের নটরাজ! কেন তোমার প্রলয়নৃত্যে ধ্বংস করছ না এ ধরিত্রী! তোমার পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই আর ক্ষ্যাপে না। আমরা তোমার ভাগ্যদেবীর যজ্ঞবেদীর বলির পাঁঠাই রয়ে গেলাম! জল্লাদেরশানিত অস্ত্র সদা প্রস্তুত হাড়িকাঠের পাঁঠা দিতে বলিদান। চাই না তোমার হাতে শ্যামের বাঁশরী! তোমার এক হাতে থাক ধর্মরাজের দণ্ড, অপর […]
Arup Gain