Headlines

চলো, আজ আমরা নিরুদ্দেশে যাই

আলোর নেশায় অন্ধকার
প্রহর গোণে যুদ্ধবিধ্বস্ত এই ব-দ্বীপে।
বারুদের ঘ্রাণ শুকে শুকে
পথ খুঁজে আমি তোমাকে পাই।
চলো, আজ আমরা নিরুদ্দেশে যাই।

হরিণেরা বেঁচে আছে এই সমাজে
হায়েনাদের মুখ হতে ছিটকে পড়া
মাংসের টুকরো ভক্ষণ করে,
যেটুকু আসলে হরিণেরই মাংস।

যেন সবই হারাই,
আমার শব্দরাও সব হারায়
নিঃশব্দে,
বোবা কবিতা হয়ে দূর আকাশে।
তুমি থাকো সদা সকাশে,
তবু নিষ্প্রাণ আমি একা নিস্তরঙ্গে!
মুঠো মুঠো পাই না কিছু আমি,
শুধু অনুভবগুলো মাতাল করে গোপনে-গহীনে।