চলো, আজ আমরা নিরুদ্দেশে যাই

follow-upnews
0 0

আলোর নেশায় অন্ধকার
প্রহর গোণে যুদ্ধবিধ্বস্ত এই ব-দ্বীপে।
বারুদের ঘ্রাণ শুকে শুকে
পথ খুঁজে আমি তোমাকে পাই।
চলো, আজ আমরা নিরুদ্দেশে যাই।

হরিণেরা বেঁচে আছে এই সমাজে
হায়েনাদের মুখ হতে ছিটকে পড়া
মাংসের টুকরো ভক্ষণ করে,
যেটুকু আসলে হরিণেরই মাংস।

যেন সবই হারাই,
আমার শব্দরাও সব হারায়
নিঃশব্দে,
বোবা কবিতা হয়ে দূর আকাশে।
তুমি থাকো সদা সকাশে,
তবু নিষ্প্রাণ আমি একা নিস্তরঙ্গে!
মুঠো মুঠো পাই না কিছু আমি,
শুধু অনুভবগুলো মাতাল করে গোপনে-গহীনে।

Next Post

শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদস্মৃতি পুরস্কার প্রদান

শহীদজননী জাহানারা ইমামের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গতকাল ‘শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের ২৫ বছর’ শীর্ষক আলোচনা সভা ও ‘মুক্তিযুদ্ধের শহীদস্মৃতি পুরস্কার’ এক  সভার আয়োজন করে। ঢাকার ধানমণ্ডীর ডাব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, […]