জীবনের ডায়েরি // ফলোআপনিউজ

শাহিদা সুলতানা

# জ্ঞানীরা সবসময় দ্বীধাগ্রস্থ থাকে।

# রাজনীতি হল শরীর, সংস্কৃতি হল আত্মা।

# অপরিচিতকে তাড়িয়ে দেওয়া মানে বিজয় নয়, অপরিচিতকে আপন করে নেওয়াটাই বড় বিজয়, -একথা সংস্কৃতির ক্ষেত্রে বেশি খাঁটে।

# মানুষ দেখি হেসে খেলে বেড়ায় আর সুযোগ পেলেই ঠকায়, তবে ঠকে বেশি।

# ওরা এসেছিল সুবিধা নিতে সুবিধা নিয়ে চলে গেছে। আবার একদিন আসবে বড় হয়ে দেখাতে।

# বেশি পড়ুয়ারা বেশি বিদ্বান নয়, বরং বেশি বিপদজনক।

# পরকিয়া গোপন থাকলে তা অতি উন্নত প্রেম, জানাজনি হলে যন্ত্রণা।

# জাতীয়তাবাদ সন্ত্রাসবাদের অন্যতম প্রভাবক।

# সামনে সমান ভাগ করতে চাওয়া মানেই সাম্যবাদী নয় ।

# তারা বাঁচতে জানে, মরতেও জানে। আমরা বাঁচতেও জানি না, মরতেও জানি না।

# আমি শুধু চমকে যেতাম।

# ভাবছ তুমিই শুধু ঠকাও, ঠকাতে সেও জানে, আমিও জানি।

# যাদের কিছু করার নেই তারা টাকা আয় করে।

# যা হয়েছে এবং হয়ে আসছে তাই নিয়ম নয়, যা হতে পারে এবং যা হওয়া প্রয়োজন তাও নিয়ম।

# প্রথা ভাঙ্গা মানেই প্রগতিশীলতা নয়। অধিকতর ভালো বিকল্প ব্যবস্থা তৈরি না করে শুধু আশায় আশায় একটি বিপ্লব ঘটানোর কোন মানে হয় না। আগে ভেতরে ভেতরে তৈরি হতে হবে।

# যারা অনিয়ম করতে জানে না তাদের দ্বারা কোন নিয়ম তৈরি হতে পারে না।

# তুমি আমায় কেমন ভালবাস যে তোমার কাছে আমার দুর্বলতাগুলো লুকাতে হয়?

দিব্যেন্দু দ্বীপ