Headlines

তাই যদি হয় // দিব্যেন্দু দ্বীপ

Covid-19
তাই যদি হয়,
তাই যদি সত্যি হয়,
তাহলে এই পৃথিবীতে
কাউকেই দরকার নেই।
কাউকে না।
শ্রমিকের আবার বন্ধু কীসের?
শ্রমিকের আবার বার্ধক্য কীসের?
মরে যাব,
মরে যাব শেষ দিনের
পাওনাটুকু মালিকের কাছে রেখে।
কত জীবন অকালে গিয়েছে ঝরে এসব দেখে।
তাই যদি সত্যি হয়
তাহলে এই পৃথিবীতে কাউকে দরকার নেই।
শ্রমিকের আবার আত্মীয় কীসের?
শ্রমিকের আবার প্রিয়তমা কীসের?
মরে যাব ভালোবাসাটুকু পাওনা রেখে।
কত প্রেমিক গিয়েছে অকালে মরে এসব দেখে!