Headlines

তিনটি বিষাদের কবিতা // দিব্যেন্দু দ্বীপ

1


এ মুহূর্তে পালাতে পারতাম!
ছাদ ফুঁড়ে উড়ে গিয়ে বসতাম
আকাশ ডিঙিয়ে, জানি
ওখানে কেউ নেই মানুষের বেশে।

যখন ক্ষুধা লাগে
তখনও অবিশ্বাস হয়।
নিজের মাঝেই এখন নিরাশকারীরা।
প্রশ্ন করে—
ক্ষুধা ঠিক লেগেছে তো?
দিনে দিনে মহাত্মা আড়াল হয়েছে
চারপাশে দস্যুবাদের প্রতিষ্ঠায়।
দেবাত্মায় ‘ঘৃণা’ হয়,
নিজেকে আড়াল করার নেশায়
পেয়ে বসে এ দোজখের দেশে।

হাল এক সময় ছাড়তেই হয়,
ফাঁসির দড়িতে যেভাবে
পা ছেড়ে দেয় অপরাধী।
হাল এক সময় ছাড়তেই হয়,
যেভাবে হাবুডুবু খেতে খেতে
মা সন্তানের হাত ছেড়ে দেয়।
হাল এক সময় ছাড়তেই হয়,
যেভাবে মগডালের চিল
গড়িয়ে পড়ে হঠাৎ ঝড়ে।
হাল এক সময় ছাড়তেই হয়,
যেভাবে বাঁবুই পাখিরা
হাল ছেড়েছে এই বাংলায়।
হারায়! কখন কে যে হারায়!