“কবিতা পড়ে কি লাভ হয়?” প্রশ্নটি করেছেন কুমিল্লা থেকে শারমীন সুলতানা।
উত্তর: যে লাভ অন্য কোনোভাবে হয় না কবিতা পড়ে ঠিক সে লাভটিই হয়।
ফলোআপনিউজের পক্ষ থেকে কবিতা পড়ার কিছু উপকারের কথা পাঠকদের জন্য তুলে ধরা হল:
১. কবিতা আপনাকে নান্দনিক, সৎ এবং সুন্দর করে তুলবে আপনার অজান্তে।
২. কবিতা আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচকভাবে বদলে দেবে।
৩. আপনাকে ধির স্থির করবে এবং আপনার আবেগ নিয়ন্ত্রণ করবে।
৪. কবিতা আপনার প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে, যা আপনাকে আরও শক্তিশালী এবং বুদ্ধিমান হতে সাহায্য করে।
৫. কবিতা মানুষকে অধিকতর মানবিক এবং মর্মবাদী করে তোলে।
৬. কবিতা লেখা এবং পড়া মনের আকার আকৃতি গঠনে সহযোগিতা করে।
৭. কবিতা পড়ার মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়।
৮. কবিতা পড়ার মাধ্যমে মানুষের অনুধাবন শক্তি এবং মানুষকে বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়।
৯. ভাষাগত জ্ঞান বৃদ্ধি পায় এবং ভাষার ব্যবহার সুন্দর হয়।
১০. কবিতা পড়তে সময় লাগে কম। তাই কম সময় নষ্ট করে সাহিত্য-দর্শনের সাথে থাকতে হলে কবিতাই উত্তম মাধ্যম।
♣♣ গবেষণায় দেখা গেছে প্রতিদিন একটি করে কবিতা পড়লে দশ বছরে উপরিউক্ত গুণগুলো অর্জিত হতে পারে।
দিব্যেন্দু দ্বীপের নেতৃত্বে ফলোআপনিউজ টিম