গ্রাম বাংলার নৈসর্গিক দৃশ্য

follow-upnews
0 0

বাংলাদেশ

বাংলাদেশ

এখানে আকাশ নেই

এখানে প্রাণ নেই

এখানে বাংলা নেই।

গ্রাম আমায় ডাকছে আবার

এখানে শুধু অন্তর্গত হাহাকার।

বাংলাদেশ

কখনো কি দেখেছ দুটি তালগাছ দুচোখ ভরে এমন?

নেচে ওঠে না পরাণডা কেমন?

এ শহরে নেই আর কোনো প্রান্তর–

মিথ্যা বেসাত, কারাগৃহে আত্মঘাতী অহেতুক আড়ম্বর।

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ

নারী ও প্রকৃতি–

মেলবন্ধন যেন ভিন্ন এক আবেশী।

প্রজাপতি হতাম যদি

ঘুরঘুর করতাম সেথায় নিরবধি।


ছবিগুলো মেহেরপুর জেলার শ্যামপুর গ্রাম থেকে তুলেছেন নাজনীন মায়া

Next Post

অজান্তে // শাহিদা সুলতানা

    কিছু কষ্ট, কিছু অপমান আমরা ইচ্ছা করেই ডেকে আনি, কিছু না ভেবেই। আমাদের নিস্তরঙ্গ জীবনে কিছু নিঃশব্দ ঢেউ আমাদেরই লোভের প্রশ্রয়ে ডাল পালা মেলে ধীরে ধীরে মিশে যায় রক্তবাহী নালিকায়। তারপর ভাটার টানে জল ফিরে গেলে পড়ে থাকে উচ্ছিষ্ট পলি এটে যায় রক্তনালীর দেয়ালে, আর আমাদের হৃদয় রক্তাক্তের […]
Shahida Sultana