তাঁরা বেঁচে আছে
স্বাধীনতার ৪১ বছর পরেও
একটি নতুন যুগ,
একটি নতুন সময়,
যেখানে ঘৃণা অপমান নেই
সেই সব জীবন
যেখানে উন্মত্ত হবে না কেউ কাউকে
হত্যার জিঘাংসায়,
অমঙ্গল অকল্যাণ ঠাঁই নেবে না কারো চিন্তায়
সমতার সমাজ হবে,
সবারই আদর্শ হবে বাংলাদেশের সেইসব সন্তান
যাঁরা যুদ্ধের ডাক দিয়েি লো,
যাঁরা অপেক্ষায় আছে আজো একটি বিচারের-
একটি বিচার
যা শেষ করার জন্যে
তাঁরা
যুদ্ধের সেই সব নায়কেরা
ডাক দিয়ে যায়-
জাতির জন্যে, জেগে ওঠার জন্যে
ওই জাতির জন্যে; যারা ধ্বংসের মধ্যেও
নতুন জীবনের ডাক দিয়ে যায়;
তুমি কি শুনতে পাও
সেই সব শহীদদের কন্ঠস্বর
যা প্রতিধ্বনি হচ্ছে বহুদিন ধরে?
সময় খুব কম
সামনে এগিয়ে যাবার
এটাই যথার্থ সময়-
অবশ্যই বাংলাদেশ জেগে উঠবে
সামনের উজ্জ্বল দিন
মেঘ মুক্ত আকাশ
আমার রূপসী বাংলাদেশ
এই সময়ে তুমি কোথায়?
কোথায় আর সব
যাঁরা ধাবমান
যাঁরা পেছনেও নেতৃত্বে থাকে
যাঁরা ভয়ের মধ্যে জন্ম গ্রহণ করে
তাঁরা অপেক্ষায় আছে,
তুমি ফিরে এসো,
ফিরে এসো সেখান থেকে
ফিরে এসো
আমার বাংলাদেশ।
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী গত ৬ মার্চ, ২০১৩ বিকেলে নিখোঁজ হন। ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর কাদাবালি থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা নৃশংসভাবে তাকে হত্যা করে।