আমার শক্তির জায়গাটা আমিই;
খুবই একা,
ঠোঁঠে মাছ পুরে পুকুর পাড়ে ঝুলে পড়া
পেয়ারা গাছে বসা ক্ষুধার্ত
মাছরাঙ্গাটার চেয়েও একা;
মাঝ রাতে সঙ্গম শেষেও আমি একা।
শ্রমিক কিন্তু কলমটা চালাতে জানি,
যা না মানার মানি না
কোন ভয়ে বা প্রলোভনেও না।
শ্রমিক ডরে না শ্রমিক মরে না,
সমস্ত পৃথিবী তার শত্রু হলেও;
সত্য কথাটা তাই সুস্পষ্ট বলতে পারি।
আমার শক্তির জায়গাটা আমিই,
অবশ্যই আমি স্বৈরাচারী,
তবে শাসক নই, প্রহরারত সৈনিক;
কবির কলম ভেকধরা গণতন্ত্র মানে না।
তুমি জয়ী ছদ্মবেশী গণতান্ত্রিক
পরাজিতের তৈরি করা
পথেই হেঁটে এসেছ,
ভালই জানি তোমার বড়াই,
তোমার আবার কীসের লড়াই?
তোমার আছে ধর্ম তোমার আছে সম্প্রদায়;
আমার শক্তি আমিই, একদম একা
পিরামিড হয়ে দাঁড়াই তোমাদের সামনে;
পারলে হটাও, পারবে?
দিব্যেন্দু দ্বীপ