মাঝ রাতে সঙ্গম শেষেও আমি একা

follow-upnews
0 0

আমার শক্তির জায়গাটা আমিই;
খুবই একা,
ঠোঁঠে মাছ পুরে পুকুর পাড়ে ঝুলে পড়া
পেয়ারা গাছে বসা ক্ষুধার্ত
মাছরাঙ্গাটার চেয়েও একা;
মাঝ রাতে সঙ্গম শেষেও আমি একা।
শ্রমিক কিন্তু কলমটা চালাতে জানি,
যা না মানার মানি না
কোন ভয়ে বা প্রলোভনেও না।
শ্রমিক ডরে না শ্রমিক মরে না,
সমস্ত পৃথিবী তার শত্রু হলেও;
সত্য কথাটা তাই সুস্পষ্ট বলতে পারি।
আমার শক্তির জায়গাটা আমিই,
অবশ্যই আমি স্বৈরাচারী,
তবে শাসক নই, প্রহরারত সৈনিক;
কবির কলম ভেকধরা গণতন্ত্র মানে না।
তুমি জয়ী ছদ্মবেশী গণতান্ত্রিক
পরাজিতের তৈরি করা
পথেই হেঁটে এসেছ,
ভালই জানি তোমার বড়াই,
তোমার আবার কীসের লড়াই?
তোমার আছে ধর্ম তোমার আছে সম্প্রদায়;
আমার শক্তি আমিই, একদম একা
পিরামিড হয়ে দাঁড়াই তোমাদের সামনে;

পারলে হটাও, পারবে?


দিব্যেন্দু দ্বীপ

Next Post

বাঙালির মুসলিম জাতীয়তাবাদ এবং ভারত বিদ্বেষ

গতকাল ওয়েস্ট-ইন্ডিজের কাছে ভারত হেরে যাবার পর শুনি প্রচণ্ড চিৎকার, উল্লাসধ্বনি; বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, ভারত হেরে যাওয়ায় রাস্তায় নেমে মানুষজন উল্লাস করছে। নিশ্চিতভাবে এটি ‘ভারত-বিদ্বেষ’; এই বিদ্বেষের পিছনে ‘বাঙালি জাতীয়তাবাদ’ নেই, আছে ‘বাঙালির মুসলিম জাতীয়তাবাদ তথা সাম্প্রদায়িকতা’। ভারতীয়দের প্রতি এই ঘৃণার উৎস হলো ধর্মীয় পার্থক্য। ‘ভারত-বিরোধিতা’ ও ‘ভারত-বিদ্বেষ’ ভিন্ন […]