আমি নারী আড়ালে রাখি
সতত তেজস্বী তাপস
জগৎ সংসার মমতায় বেঁধে
বেদনায় করি আপস !
শৃঙ্খলিত পথিক আমি
গণ্ডি পেরুনো মানা
রূদ্ধদ্বারে কড়া নাড়ে স্বপন
গগনে মেলতে ডানা ।
কখনও তোমাকে অতিক্রম করি
বসি ফের তোমার পূজায় ,
ভিখারি নই এ’পৃথ্বী দুয়ারে-
বাঁধতে এসেছি মায়ায় ।
চেনা সুরের খেয়ালে আমার
মমতার সুর বাজে?
অবুঝ আমি চঞ্চলতায়
জয়ী সকল কাজে ।
এ’আঁচলের শীতল ছায়ায়
ঢেকেছি প্রখর রোদ
ঘূর্ণির নিঃশ্বাসে বেঁধেছি
সংসার রক্ষার বোধ ।
ললাটে পরেছি মমতার চিহ্ন
নীল অপরাজিতার রঙ
ছায়া হয়েছি ছায়ার পিঠে
কখনও সাজিনি সঙ ।
ব্যথিত বেলায় হৃদয় শাখে
ব্যথার ডাহুক ডেকেছে
চোখের পরে শূন্য ব্যথা
কষ্ট ছবি এঁকেছে।
দুঃখ মেঘের অশ্রুভারে
অবনত হয়েছে আঁখি
বিষাদ হাওয়ায় উড়েও খুঁজেছি
সুখ কুড়ানো পাখি?
জন্ম : ১৩-০৮-৮০ ইং
জন্মস্থান : মুলাইদ , শ্রীপুর , গাজীপুর, ঢাকা।
পেশা : স্কুল শিক্ষিকা ।