কি করে জানলে
আজ শরতের ক্ষণেও মেঘ ছিল
মেঘ ছিল গহীনের ভেতর গহনে।
অমন সন্ধ্যে নিয়ে তাই কি এলে
তাই কি এলে মেঘ তাড়াতে
আকাশ হতে
একলা আমার একলা আকাশ!
আমার মেঘ সরেনি মেঘ জমেছে আরো গহীন
তোমার গন্ধে, তোমার ছলে।
মেঘ তাড়ালে কালোগুলো
জমছিল যা বাহির হতে।
তার বদলে সেই তো তুমিই
জমিয়ে দিলে সাদা মেঘের রাজ্যখানি।
এখন মেঘের পাহাড় নিয়ে
ঘুরে বেড়াই হ্যালোজেনের এই শহরে।
পথের ধারের সব দোকোনে
টং দোকানে তাকিয়ে দেখি
মেঘের পাহাড়,
তোমার অমন সাদা মেঘের
করুণ চোখের
বিশাল পাহাড়।
আমার পাহাড় খুলবো যবে
তখন কি গো কালো হবে
তোমায় দেয়া মেঘগুলো সব?
বৃষ্টি হবে
কাঁদবে তোমার
অথই আকাশ?
হোক হবে যা
দেব তবু আমার মেঘও তোমায় ঢেলে
বৃষ্টি নামুক
নামবে যখন
ভিজিয়ে দিক তোমার অমন মলিন আঁখি।
সে আঁখিতে আমাদের এই সন্ধ্যেটাকে
এঁকে দেব
চিরদিনের চিত্রকলায়।
আমি তোমার ছবিওলা
ছবির ফেরি করবো তোমার বৃষ্টিবেলা।
আঁকবো তোমার মলিন চোখে
বৃষ্টিটুকো খুব যতনে,
মনন তুলির আবোল-তাবোল
আঁচড় দিয়ে!