পৃথিবীর মানুষ // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

পৃথিবীটা খুব খটমট লাগছে,

সূর্য তবে চাঁদ চিনেছে।

এই কি কথা ছিল?

আকাশ তাহলে পাতালে কী পেল?

পৃথিবী সৃষ্টি না হলে

মানুষের মৃত্যু হত কি কোনোদিন?

তাই কি হয়?

বন্যতায় যে বিপন্ন হবে

ভালোবাসা দিয়ে তাকে

কতটুকু ভোলানে যায়?


দিব্যেন্দু দ্বীপ

Next Post

আবেশে ভুলি // প্লাবন ইমদাদ

    কি করে জানলে আজ শরতের ক্ষণেও মেঘ ছিল মেঘ ছিল গহীনের ভেতর গহনে। অমন সন্ধ্যে নিয়ে তাই কি এলে তাই কি এলে মেঘ তাড়াতে আকাশ হতে একলা আমার একলা আকাশ! আমার মেঘ সরেনি মেঘ জমেছে আরো গহীন তোমার গন্ধে, তোমার ছলে। মেঘ তাড়ালে কালোগুলো জমছিল যা বাহির হতে। […]
প্লাবন ইমদাদ