Headlines

এক পশলা লজ্জাবৃষ্টি নামুক এই নষ্ট নগরে

কবি সোহরাব রুস্তম

এক পশলা লজ্জাবৃষ্টি নামুক এই নির্লজ্জ নগরে,

লজ্জাস্নান করুক পালকহীন কাকের দল

যারা নিরন্নের হাত থেকেও ছো মেরে নেয় রুটি,

সহজাত কা কা ডাকের বদলে যারা ডাকে কুহুকুহু,

তাদের মুখ থেকে বের হয় ডাস্টবিনের দুর্গন্ধ।

এক পশলা লজ্জাবৃষ্টি নামুক এই নির্মম নগরে,

নেড়ি কুত্তার দল ভিজুক রক্ষকের উর্দিতে ভক্ষক যারা,

চষে বেড়ায় নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ওরা,

লোমকূপ চুয়ে দু-চার ফোটা লজ্জা ঢুকুক ওদের দেহে।

এক পশলা লজ্জাবৃষ্টি নামুক এই নষ্ট নগরে,

লজ্জাসিক্ত হোক রাস্তার মোড়ে দাড়িয়ে থাকা

জড় বধির নির্বাক শতবর্ষী সুশীল গাছগুলো,

দমকা হাওয়ায় নড়ে উঠুক ওদের ডালপালা শেকড় সব।

এক পশলা লজ্জাবৃষ্টি নামুক এই নির্লজ্জ নগরে আজ।


সোহরাব রুস্তম    সোহরাব রুস্তম