Headlines

এখানে আমাদের শুধুই ছদ্মবেশ

এ পৃথিবীর কাছ থেকে
কেড়ে নিতে চাইনি কোনোদিন কিছু
কিছু তো পাওয়া আছে জন্মেছি যখন!
দাও না কিছু অযত্নে,
মাঝে মাঝে এরকম
বড্ড ভিখিরি লাগে নিজেরে!

কিছু কি হারায় তোমার
শিশু যখন পথ আগলায়?
পৃথিবীর পথে পথে যা কিছু
আমার তরে ছড়িয়ে আছে অবহেলায়,
আমি কি তা কুড়িয়ে নেব না স্বযত্নে?
পরিপূর্ণতার আড়ালে সুগভীর শূন্যতা আছে,
কেউ মায়া জাগালে সইতে পারি না—
তুমি অদৃশ্য হও, নয়তো পূর্ণ করো আমায়।
প্রিয়তমা, শুধু ভুলিয়ে রেখো না আর।
কিছু বিষাদ ছিল ঘুমিয়ে,
তুমি জাগিয়ে দিয়েছ তা আজ এই মধ্যরাতে!
দেখতে দাও না তোমায় নিরাভরণে,
তোমার কি হারায় কিছু তাতে
আমি যদি আকাশটা আঁকি আনমনে?

দুটো অপূর্ণ হৃদয় সম্রাজ্য গড়ে দিত এক,
যদি অনিয়মে মিলিত হত কভু
দূরত্বটুকু নিমিষে নিঃশ্বেষ করে।
আমার সকল স্বর্গ মেলে
শুধু তুমি সম্মত হলে।
যদি কোনোদিন বৃত্ত ঘুরে
তুমি চলে আসো সম্মুখে,
আমি যুগ যুগ বেঁচে থাকব তাই।

তুমি যদি নত হও

জীবন বিলিয়ে দেব!

ফিরে আসব বারে বারে,
অদৃশ্য সে ঘরে
যেখানে তুমি-আমি একই প্রকার।
এখানে আমাদের শুধুই ছদ্মবেশ।

শেকস্ রাসেল
লন্ডন প্রবাসী সাহিত্যিক