Headlines

প্রেমের প্রলাপ

Debolina Moon

কথাগুলো সব হারিয়ে রয়,

তোমার বেঁধে দেওয়া অদৃশ্য সীমানায়।

প্রাচীর সরাও প্রিয়, আমি আসতে চাই,

তোমায় ভালোবাসতে চাই।

***

ভালোবাসবে না জানি,

ভণিতাটুকু তো তবু করো কাঙ্ক্ষিত এ সময়ে।

***

চলো আমরা পালিয়ে যাই,

দুজনে কেড়ে নেব যা আছে দুজনার সব শেষ রাতে।

দিগুণ হবে তা প্রাতে। যাবে?

***

কিছুই তো সত্যি চাইনি নারী,

আমায় ভুলিয়ে রাখো শুধু এই বেহায়া রাতটুকুতে।

***

তোমার আমার গোপন ঘর

আজ থেকে আমরাই জানব শুধু।

***

আমাদের সব ব্যবধান ঘুচে যাক মোহে!

প্রেম যদি পিছু নেয়, যেন নাগায় না পায়।

***

যদি বিশ্বাস করো, জীবন বিলিয়ে দিতে পারি,

শুধু আশ্রয় দাও তোমার উদভ্রান্ত দেহে,

ক্লান্ত লাগে খুব, শান্ত করো প্রিয়। 

*** 

আমরা আমাদের, ওরা যাগগে পৃথিবীর সাথে।

তুমি আমি চললাম এক ভীনগ্রহে,

ওরা থাকে থাক সাথে অন্ধ হয়ে।

***

খিড়কি খুলে দাও, চমকে দাও, অপহৃত হও!

***

সব নিয়ে পালিয়ে যাব তোমার,

তবু আশ্রয় দিও।

***

যদি কোনোদিন কাছে পাই, ফুরিয়ে নেব নিঃশ্বেষে।

***

চলে গেলে অবশেষে! আমার শুধু দুঃখ বাড়ে।