Headlines

শাহিদা সুলতানার কবিতা

শাহিদা সুলতানার কবিতা

তুমি আর কোন দিন এসো না এখানে-
ঝরা পাতা উড়ে গেছে, 
চৈতালী চাঁদ বসে আছে
ঝড়ের পরের নিস্তব্ধ
জোছনা নিয়ে
তোমার অপেক্ষায়!

তুমিও পেরিয়েছ এক বিরান
উপোষী সমূদ্র,
সবুজ ডাংগা থেকে বহু বহু দূরে-
নক্ষত্রের রাতে রাতে 
তোমাকে হয়তোবা শুনিয়েছে গান
কোন কোন অরুন্ধতী 
তোমার একলা বেলায়,
বিরান শুন্যতায় সেই সুরে 
তোমার কল্পনা ছুয়ে গেছে
দূরের সবুজ ক্লাউড ফরেস্ট 
অধরা ইচ্ছে ভ্রমর হয়ে।

তুমি ফিরে যাও
ভ্যানগগের অলিভ বনের পথে
মেষ পালকের বেশে
পাহাড়চূড়ায়,
বৃষ্টির রেনু ছুতে,
তুমি ফিরে যাও,
যেখানে হারিয়েছো 
সুখের মাদুলি খানি,
সেই সমূদ্র সৈকতে,
ফিরে যাও স্টারবাক কফির
স্মৃতিময় নিরালায়।

আমিও ঘুমাতে চাই একা
এই বিষন্ন জলের বিছানায়
গভীর নীল সমূদ্রের মত
প্রগাঢ় শান্তিতে ।


শাহিদা সুলতানা   শাহীদা সুলতানা