সমস্যা যদি হয় বৈশাখী মঙ্গলে … // লুৎফর রহমান রিটন

বাংলা নববর্ষ
সমস্যা যদি হয় বৈশাখী মঙ্গলে
তুমি চলে যেতে পারো প্রিয় কোনো জঙ্গলে।
তুমি চলে যেতে পারো দূর মরু সাহারায়
বাঙালি রইলো তার সংস্কৃতি পাহারায়।
সংস্কৃতিসনে তুমি মিশিও না ধর্ম
মেশাতে চাইলে সেটা হবে অপকর্ম।
ধর্ম ও সংস্কৃতি চিরকালই ভিন্ন
সভ্যতা-ইতিহাসে তারই দ্যুতি-চিহ্ন।
(না মানুক অন্ধরা না জানুক উকিলে
বসন্ত আসিবেই ডাকিবেই কুকিলে…)
বাংলা ও বাঙালির আনন্দ হর্ষ
বৈশাখ সমাগত শুভ নববর্ষ…

১১ এপ্রিল ২০২৩
লুৎফর রহমান রিটন
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ কার্যালয়ে বসে কচিকাঁচার মেলায় ক্ষুদে শিল্পীদের আঁকা মুক্তিযুদ্ধের ছবি দেখেন। ছবির ডান পাশে বঙ্গবন্ধুর কাঁধে দাঁড়িয়ে থাকা ছেলেটির নাম লুৎফর রহমান রিটন। এটি ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ তারিখে দেশের সকল বাংলা ও ইংরেজি দৈনিকের প্রথম বা শেষ পৃষ্ঠায় ছাপা হয়েছিলো।