Headlines

প্রতি বছর পেঙ্গুইনটি তার জীবন-রক্ষাকারীর সাথে দেখা করতে ব্রাজিল আসে

man-meet-penguin

ব্রাজিলের মৎস্যজীবী জাও প্রেইরা ডি সুজু নামের পেঙ্গুইনটি পেয়েছিলেন তেল মাখা অবস্থায়, পেঙ্গুইনটি তখন মারা যায় যায় অবস্থা। প্রেইরা পেঙ্গুরইটিকে সুস্থ করে তুলেছিলেন। সেই থেকেই খাতির। পেঙ্গুইনটি ফিরে যেতে রাজি ছিল না। শেষ পর্যন্ত ফিরে গেলেও প্রতি বছর ফিরে ফিরে আসে তার জীবনরক্ষাকারীর সাথে দেখা করতে। কৃতজ্ঞতা জানাতে।

সূত্র: video grab