
ব্রাজিলের মৎস্যজীবী জাও প্রেইরা ডি সুজু নামের পেঙ্গুইনটি পেয়েছিলেন তেল মাখা অবস্থায়, পেঙ্গুইনটি তখন মারা যায় যায় অবস্থা। প্রেইরা পেঙ্গুরইটিকে সুস্থ করে তুলেছিলেন। সেই থেকেই খাতির। পেঙ্গুইনটি ফিরে যেতে রাজি ছিল না। শেষ পর্যন্ত ফিরে গেলেও প্রতি বছর ফিরে ফিরে আসে তার জীবনরক্ষাকারীর সাথে দেখা করতে। কৃতজ্ঞতা জানাতে।
সূত্র: video grab
Thu Mar 10 , 2016
প্রথম পর্ব: তারিখ, বার বাংলাদেশ সময় গ্রুপ ম্যাচ ভেন্যু ৮ মার্চ, মঙ্গলবার বেলা সাড়ে তিনটা গ্রুপ-বি জিম্বাবুয়ে-হংকং নাগপুর ৮ মার্চ, মঙ্গলবার রাত আটটা গ্রুপ-বি আফগানিস্তান-স্কটল্যান্ড নাগপুর ৯ মার্চ, বুধবার বেলা সাড়ে তিনটা গ্রুপ-এ বাংলাদেশ-নেদারল্যান্ডস ধর্মশালা ৯ মার্চ, বুধবার রাত আটটা গ্রুপ-এ আয়ারল্যান্ড-ওমান ধর্মশালা ১০ মার্চ, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা গ্রুপ-বি […]