অনেক মুসলিম আধুনিক বিশ্বের উপযুক্ত নয়: টনি ব্লেয়ার

follow-upnews
0 0
1

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, অনেক মুসলমান এখনো আধুনিক বিশ্বের সঙ্গে মানানসই নন। তারা মৌলবাদী ধারণা পোষণ করেন। গতকাল রবিবার সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে টনি ব্লেয়ার এই মন্তব্য করেন।

মাত্র ছয় মাস আগে তিনি এক সাক্ষাত্কারে স্বীকার করেছিলেন, আরব বিশ্বে পশ্চিমাদের হস্তক্ষেপের কারণেই আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
টনি ব্লেয়ার বলেন, লাখ লাখ মুসলমান আছে যারা আধুনিক বিশ্বে চলাচলের উপযুক্ত নন। তারা কট্টরপন্থা অবলম্বন করেন। তিনি আইএসকে ধ্বংস করা উচিত বলেও মন্তব্য করেন। কারণ আইএস সংলাপ চায় না, কেবল নিয়ন্ত্রণ করতে চায়। তিনি প্যান ন্যাশনাল এন্টি টেরর ফোর্স গঠনেরও দাবি জানান। কারণ সন্ত্রাসীদের পরাজিত করতে এটা করতে হবে। যদিও সেটা পশ্চিমাদের জন্য চ্যালেঞ্জের।
Next Post

ঝটপট তৈরি করুন টক ঝাল মিষ্টি আমের আচার

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খেতে সবাই পছন্দ করে, কিন্তু ঝামেলার কারণে এটি অনেকে তৈরি করতে চায় না। ব্যস্ত এই নগরজীবনে আচার তৈরি করার মত সময় […]