জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে শিক্ষানবিশ সাংবাদিক নিয়োগ করা হবে

follow-upnews

follow-upnews

শিক্ষাগত যোগ্যতাঃ বিএ/এমএ; তবে ইউনিয়ন পর্যায়ে কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ভাষাজ্ঞান, লেখালেখি, গান/আবৃত্তি বা কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকলে শিক্ষাগত যোগ্যতা তার ক্ষেত্রে শিথিলযোগ্য। অন্য কোনো পত্রিকায় কাজ করছেন এমন কাউকে নিয়োগ করা হবে না।

আপনার বায়োডাটা পাঠিয়ে অতিসত্বর যোগাযোগ করুন। নিয়োগ এবং নীতিমালা বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো ধরনের ফৌজদারি অপরাধ থাকলে তাকে নিয়োগ করা হবে না। 

শিক্ষানবিশ সাংবাদিক নিয়োগ

দেশের সকল জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ফলোআপনিউজ-এর জন্য শিক্ষানবিশ সাংবাদিক, রিপোর্টার, স্টাফ রিপোর্টার ও ফ্রিল্যান্স প্রতিনিধি নিয়োগ চলছে।

উপরিউক্ত শর্তগুলো বাদে অন্যান্য যে সকল শর্ত মেনে আবেদন করতে হবে:

• ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে ই-মেইলে অথবা ফেসবুক পেজে ইনবক্স করে;
ই-মেইলঃ [email protected]
আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে;

• অবৈধ কোন কাজে সাংবাদিক কার্ড ব্যাবহার করলে এর দায়ভার follow-upnews.com বহন করবে না;

• সাংবাদিক কার্ড-এর জন্য অবশ্যই .JPG অথবা .PNG ফরমেটে ছবি পাঠাতে হবে;

• অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে;

• বছরে ২ টি সাংবাদিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রতিনিধিদের অবশ্যই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে;

• নিউজের সাথে ছবি এবং ভিডিও (সম্ভব হলে) পাঠাতে হবে;

• নিয়োগ প্রক্রিয়াটি চলমান রয়েছে, তাই যেকোনো সময় আবেদন করা যাবে।

বিদ্র: এক বছর শিক্ষানবিশকাল শেষ হলে স্থায়ীভাবে কাজ করা যাবে।