প্রিয়তম, তুমি ফুরিয়ে যাবে নাতো?
Thu Aug 3 , 2017
১ নোঙ্গর ফেলেছি তোমাতে একটু জিরিয়ে নেব ভেবে। ডুবে যাচ্ছে নোঙ্গর, ডুবে যাচ্ছি আমি! এত অতল তুমি? ২ আমি জানি না এ হৃদস্পন্দনের কোনো মূল্য আছে কিনা, তুমি কি জানো? মূল্য দেবে কি কিছু আমায় শেষে? ৩ তুমি কি জানো কত রাত নির্ঘুম কাটে তোমায় পাব ভেবে? নির্ঘুম, তবু জেগে […]
