বিল্ড ফর নেশনে ’শ্যাডোস অব দ্যা কান্ট্রি’ শর্ট ফিল্ম এর প্রিমিয়ার শো

follow-upnews
0 0

বিল্ড ফর নেশন

চিত্রয়ানটি (Shadows of the country) বিষয়বস্তু নির্ভর। সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘বিল্ড ফর নেশন’ স্বল্প দৈর্ঘের এ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘বিল্ড ফর নেশন’ এর সভাপতি শরিফুল ইসলাম খান। 

হিমেল বিশ্বাসের পরিচালনায় চার মিনিটের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হিমেল বিশ্বাস হিমু, অভিনয় করেছেন, শিবা বিশ্বাস, মোঃ আমিনুল করিম, হুমায়ারা আক্তার, সুর্বণা বিশ্বাস। কণ্ঠ দিয়েছেন প্রদ্যুত রায়। কারিগরি সহায়তায় ছিলেন, বায়রনিক শুভ্র, পাভেল শিকদার, দিগন্ত বৈদ্য, রুপম রোহান, নিয়ামুল ইসলাম, রফিকুল ইসলাম রানা, অনিরুদ্ধ অনি। চিত্রায়াণে আরও অংশগ্রহণ করেছেন, আসাদুজ্জামান লিটু, কবিরুল, এসকে মিজান, এসকে অভিজিৎ, জুয়েল, প্রীতি কুসুম চাকমা, তন্ময়, আল হাদি, প্রণয়, রাকেশ, ডালিম, ফারিয়া, আঁখি, আব্দুল্লাহ।  

চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে সমাজের সমস্যাগুলির প্রতি আমাদের নির্লিপ্ততার দিকটি। এবং অভিভাবকরা আমাদের যেভাবে মুখ গুজে বড় করতে চাইছেন সেদিকে আলোকপাত করা হয়েছে বিশেষ করে। 

Next Post

‘বিল্ড ফর নেশন’ এর একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ বিষয়ে আলোচনা

সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির ওপর আলোকপাত করতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিল্ড ফর নেশন একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। পত্রিকাটি চলমান সমাজ ব্যবস্থার ওপর আলোকপাত করবে, পাশাপাশি থাকবে কাঙ্ক্ষিত সমাজব্যবস্থার জন্য সংগ্রামের রশদ, প্রাধান্য পাবে মানুষের জীবনের মৌলিক চাহিদার বিষয়গুলি। চলতি বছরের ডিসেম্বর মাসে বিজয় দিবস সংখ্যা হিসেবে প্রথম সংখ্যা […]
বিল্ড ফর নেশন

এগুলো পড়তে পারেন