Headlines

‘বিল্ড ফর নেশন’ এর একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ বিষয়ে আলোচনা

বিল্ড ফর নেশন
বিল্ড ফর নেশন
একটি মানসম্মত ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ বিষয়ে বিল্ড ফর নেশনে আলোচনা সভা।

সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির ওপর আলোকপাত করতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিল্ড ফর নেশন একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। পত্রিকাটি চলমান সমাজ ব্যবস্থার ওপর আলোকপাত করবে, পাশাপাশি থাকবে কাঙ্ক্ষিত সমাজব্যবস্থার জন্য সংগ্রামের রশদ, প্রাধান্য পাবে মানুষের জীবনের মৌলিক চাহিদার বিষয়গুলি। চলতি বছরের ডিসেম্বর মাসে বিজয় দিবস সংখ্যা হিসেবে প্রথম সংখ্যা প্রকাশিত হবে। পত্রিকার নাম নিয়ে চলছে এখন জল্পনা কল্পনা। নির্ধারিত হয়েছে একটি প্রাজ্ঞ সম্পাদনা পরিষদ। 

সম্পাদক

দিব্যেন্দু দ্বীপ

সম্পাদনা পরিষদ:
* সারফুদ্দিন আহমেদ
[সাংবাদিক, প্রথম আলো]

* কাজী মশিউর রহমান
[সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]

* কিরণ শেখর কুণ্ডু
[ফ্রিল্যান্স লেখক এবং গবেষক]

* জাকিয়া সুলতানা মুক্তা
[সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]

* রূপম রোহান
[শিক্ষক ]

* মেহেদি রাসেল
[ ]

ব্যবস্থাপনা সম্পাদক

শরিফুল ইসলাম খান

ব্যবস্থাপনা সহকারী

শুভ্রদেব শুভ

বিপনণ ব্যবস্থাপক

মাহামুদুল হাসান

আশা করি চমৎকার একটি প্রকাশনা হবে এটি। ‘বিল্ড ফর নেশন’ এবং সম্পাদনা পরিষদ কে ধন্যবাদ জানাই আমাকে সম্পাদনার দায়িত্ব দেয়ার জন্য। প্রথম সংখ্যাটা হবে মুক্তিযুদ্ধভিত্তিক, যেহেতু ডিসেম্বর মাসে বের হবে। মুক্তিযুদ্ধ এবং গণহত্যা ওপর গবেষণা, প্রবন্ধ, গল্প, কবিতা ইত্যাদি যেকোনো ধরনের লেখা পাঠিয়ে দিন আগামী ৩০ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে।