গ্রাম বাংলার নৈসর্গিক দৃশ্য

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ

এখানে আকাশ নেই

এখানে প্রাণ নেই

এখানে বাংলা নেই।

গ্রাম আমায় ডাকছে আবার

এখানে শুধু অন্তর্গত হাহাকার।

বাংলাদেশ

কখনো কি দেখেছ দুটি তালগাছ দুচোখ ভরে এমন?

নেচে ওঠে না পরাণডা কেমন?

এ শহরে নেই আর কোনো প্রান্তর–

মিথ্যা বেসাত, কারাগৃহে আত্মঘাতী অহেতুক আড়ম্বর।

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ

নারী ও প্রকৃতি–

মেলবন্ধন যেন ভিন্ন এক আবেশী।

প্রজাপতি হতাম যদি

ঘুরঘুর করতাম সেথায় নিরবধি।


ছবিগুলো মেহেরপুর জেলার শ্যামপুর গ্রাম থেকে তুলেছেন নাজনীন মায়া