Headlines

জঙ্গীবাদকে তাত্ত্বিকভাবে মোকাবেলা করার কথা বলেছেন ‘মুসলিম ফেসিং টুমরোর’ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ

1
‘রাজনৈতিক ইসলাম’-এর উত্থানের বিপদ কেবল বাংলাদেশেই নয়, বর্তমানে বিশ্ব জুড়েই তা আলোচিত। এ পরিপ্রেক্ষিতে ইসলামের মর্মবাণী সম্পর্কে ধারণা লাভে সহায়ক হবে হাসান মাহমুদের বই ‘শারিয়া কি বলে, আমরা কি করি’ এবং ‘নারী’ হিল্লা’ ইত্যাদি মুভিগুলো।
শরীয়া ও ইসলামী আইনের নামে বিভ্রান্তি, যুব সমাজকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গীবাদে আকৃষ্ট করাসহ নানা বিষয় নিয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেন শরীয়া ও ইসলামী আইন বিশ্লেষক, চলচ্চিত্রকার হাসান মাহমুদ। শনিবার বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটে (ওয়াশিংটন সময় দুপুর ১.৩০টায়) এনটিভিতে সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে ভয়েস অব আমেরিকার প্রযোজনা হ্যালো আমেরিকায়।
সেখানে তিনি জঙ্গীবাদের বিস্তার রোদে ‘কামান দাগার’ পরিবর্তে দার্শনিকভাবে মোকাবেলার কথা বলেছেন।