এন্ড্রোয়েড (Android) সংস্করণ সমূহের মজাদার নামগুলো…

android os versions

টেক-জগতে গুগলকে কে কে চেনে?

android os versions

হা হা হা, বিস্তারিত জানা থাকুক আর নাই থাকুক নামটি কিন্তু সবাই চেনে। এই গুগলেরই পণ্য এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম (Android OS), যা এখনকার স্মার্ট ডিভাইস সমূহে ব্যাপক-বিস্তরে চলছে।

দিনকেদিন মোবাইলফোন, ট্যাবলেট পিসি, স্মার্টটিভি, সেট-টপবক্স সহ বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্র এন্ড্রোয়েড নির্ভর হয়ে পড়ছে।

এন্ড্রোয়েড OS খুব ক্ষিপ্র গতিতে উন্নত থেকে উন্নততর হচ্ছে; এটাই এর জনপ্রিয়তার একটি অন্যতম শক্তিশালি কারন। এন্ড্রোয়েড যেহেতু নিয়মিত তার আপডেট (উন্নততর সংস্করণ) বাজারে আনতে বদ্ধ পরিকর তাই সেগুলোর নামকরণ নিয়েও তারা বেশ মাথা ঘামায়।

এই নামকরনের উল্ল্যেখযোগ্য ২টি মজার ব্যাপার তুলে ধরছি-

১) এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেমের সব সংস্করণ গুলোর কোডনেম-ই কোন না কোন খাবারের নাম (আলফা ও বেটা ভার্সন ছাড়া)।

২) এখন পর্যন্ত এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম সংস্করণ গুলোর কোডনেম, ইংরেজি বর্ণমালা A B C D… ক্রমানুসারে এসেছে।

Alpha (1.0)
Beta (1.1)
Cupcake (1.5)
Donut (1.6)
Eclair (2.0–2.1)
Froyo (2.2–2.2.3)
Gingerbread (2.3–2.3.7)
Honeycomb (3.0–3.2.6)
Ice Cream Sandwich (4.0–4.0.4)
Jelly Bean (4.1–4.3.1)
KitKat (4.4–4.4.4)
Lollipop (5.0–5.0.1)

এন্ড্রোয়েড ললিপপ সংস্করণটি অতি সম্প্রতি (৩ নভেম্বর-২০১৪) ছাড়া হয়েছে, যা আমাদের বাংলাদেশের বাজারে আসতে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ললিপপ আপাতত পাওয়া যাবে নেক্সাস সিক্স স্মার্টফোনে, নাক্সাস নাইন ট্যাবলেটে ও নেক্সাস প্লেয়ার সেট-টপবক্সে।