Headlines

মোবাইল ফোনের মজার তথ্যগুলো

মোবাইল ফোন তথ্য

আসুন সেলফোন বা মোবাইল ফোনের কিছু মজার তথ্য জেনে রাখি

মোবাইল ফোন তথ্য

  • আপনার বর্তমান মোবাইল ফোনটির কম্পিউটিং ক্ষমতা, চন্দ্রাভিজানে “এপলো ইলেভেন”-এ ব্যবহৃত কম্পিউটার গুলোর চেয়ে বেশী।
  • যুক্তরাষ্ট্রের বাজারে ১৯৮৩ সালে প্রথম যে ফোনগুলো আসে, সেগুলোর প্রতিটির বিক্রয় মূল্য ধরা হয়েছিলো ৪০০০ মার্কিন ডলার।
  • নিয়মিত ব্যবহৃত মোবাইল ফোনে, শৌচাগারের হাতলের চেয়ে কমপক্ষে ১৮ গুন বেশী ব্যাকটেরিয়া থাকে।
  • মোবাইল ফোনের রেডিয়েশন অনিদ্রা, মাথাব্যাথা আর হতভম্ভ রোগের কারণ।
  • মটরোলার সাবেক আবিস্কারক মার্টিন কুপার ১৯৭৩ সালে প্রথম মোবাইল ফোনকলটি করেছিলেন।
  • মোবাইল ফোন হারানো বা নেটওয়ার্ক সিগনাল না থাকার আশংকার নাম নোমোফোবিয়া।
  • মোবাইল ফোন শিল্প বর্তমান সময়ের সবচেয়ে ক্রমবর্ধমান শিল্প।
  • ২০১১ সালের গিনেস বিশ্ব রেকর্ড অনুসারে, Sonim XP3300 Force হলো সবচেয়ে শক্তপোক্ত মোবাইল ফোন, যা ৮২ ফুট ১১.৬৭ ইঞ্চি উচ্চতা থেকে কংক্রিটের উপর পতিত হয়েও সম্পূর্ণ কর্মক্ষম ছিলো।
  • বর্তমানে পৃথিবীর মোট মোবাইল ফোন ইউজার সংখ্যা, মোট শৌচাগার ইউজারের তুলনায় বেশী।
  • পৃথিবীতে এখন মোট মোবাইল ফোন সেটের সংখ্যা, মোট PC অর্থাৎ ব্যক্তিগত কম্পিউটারের চেয়ে অনেক বেশী।

আরো অনেক মজার তথ্য জানতে ফলোআপনিউজ ডট কমের সাথেই থাকুন। ধন্যবাদ!