ঢাকার যে কোনো পথ দিয়ে এক কিলোমিটার হেঁটে গেলে আপনার চোখে পড়বে ছিন্নমূল মা ও শিশু। বিভিন্ন কারণে তারা ছিন্নমূল, প্রধানত স্বামী ছেড়ে যাওয়া বা স্বামী আরেকটা বিয়ে করে চলে যাওয়াই মূল কারণ। ‘স্বামী’ নামের এই পাষণ্ডরা যে শুধু চলে গিয়েছে তাতো না, যাওয়ার আগে একট দুটো বাচ্চা বানিয়ে রেখে গিয়েছে।
মা তো আর এই বাচ্চাদের ফেলে দিতে পারছে না, আবার এদের কোথাও রেখে কাজও করতে পারছে না। এই সংকটটি দরিদ্র, ধর্মান্ধ এবং জনসংখ্যার দিক থেকে বর্ধিঞ্চু দেশ হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা, যে সমস্যার দিকে সরকারের আলাদাভাবে কোনো দৃষ্টি নেই। ছিন্নমূল শিশুদের নিয়ে বিভিন্ন সংগঠন কম বেশি কাজ করলেও ছিন্নমূল মা ও শিশুদের নিয়ে কাজ করছে এমন কোনো সংগঠন ও সংস্থার খোঁজ পাওয়া একটি বিরল অভিজ্ঞতা।
বিষয়টি সম্পর্কে আগ্রহী হয়ে আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মায়েদের সাথে কথা বলেছি। তারা বলেছে তাদের দুর্বিসহ জীবনের কথা। কাজটি যে আমি আলাদাভাবে মাঠে নেমে করছি এমন নয়। চলতে ফিরতই দেখা পাচ্ছি এমন মায়েদের। যে বা যারা ছবি তুলতে দিতে রাজি হচ্ছেন, তাদের ছবি তুলছি, যারা কথা বলতে রাজি তাদের সাথে কথা বলছি। উদ্দেশ্য, সমাজের বিবেকবান মানুষরা যাতে এদের সাহাযার্থে এগিয়ে আসে, পাশাপাশি সরকারকে একটি রিসার্স আউটপুট দেওয়া, যে কী পরিমাণ নারী এরকম দুর্বিসহ জীবনযাপনের মধ্যে আছে এবং কীভাবে তারা বেঁচে আছে।