শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পঞ্চাশজন পথ শিশুকে পোশাক দেওয়া হয়। আয়োজনটি ছিল প্রতীকী। মানুষের অধিকারের বিষয়টি তুলে ধরা-ই ছিল আয়োজনের মূল লক্ষ্য। পথ শিশুরা পথে পথে আশ্রয়হীন অবস্থায় রয়েছে রাষ্ট্র এবং পরিবারের কারণে। তারা যেহেতু শিশু তাই কাজ করা না করার অজুহাত এক্ষেত্রে প্রযোজ্য নয়। ‘আঠারো’ চাচ্ছে পথ শিশুদের বিষয়ে জাগরণ তৈরি করতে, তার-ই অংশ হিসেবে ছিল এ আয়োজন।