পথ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে ‘আঠারো’

follow-upnews
0 0
পথশিশুদের মাঝে পোশাক বিতরণ
পথশিশুদের মাঝে পোশাক বিতরণ

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পঞ্চাশজন পথ শিশুকে পোশাক দেওয়া হয়। আয়োজনটি ছিল প্রতীকী। মানুষের অধিকারের বিষয়টি তুলে ধরা-ই ছিল আয়োজনের মূল লক্ষ্য। পথ শিশুরা পথে পথে আশ্রয়হীন অবস্থায় রয়েছে রাষ্ট্র এবং পরিবারের কারণে। তারা যেহেতু শিশু তাই কাজ করা না করার অজুহাত এক্ষেত্রে প্রযোজ্য নয়। ‘আঠারো’ চাচ্ছে পথ শিশুদের বিষয়ে জাগরণ তৈরি করতে, তার-ই অংশ হিসেবে ছিল এ আয়োজন।

Next Post

মাদকাসক্তি ও মানসিক রোগ // মোঃ ফকরুল হোসেন

বর্তমান সময়ে মানসিক রোগ একটি ভয়াবহ ব্যাধি। মাদনদ্রব্য ধ্বংস করছে জীবনীশক্তি, প্রতক্ষ্য এবং পরোক্ষভাবে জন্ম দিচ্ছে সন্ত্রাস। এ থেকে পরিত্রাণ প্রয়োজন। এ ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি রোগীর সেবার প্রতি বেশি যত্নবান হওয়া প্রয়োজন।  আঠারো-বিশ বয়সের ছেলে-মেয়েরা অনেক কিছু বুঝতে অক্ষম। এই বয়সের ছেলে-মেয়েরা সহজেই নেশায় জড়িয়ে যায়। কারণ, সঙ্গদোষ এবং কৌতুহল। […]

এগুলো পড়তে পারেন