Headlines

আসলেই কি শিক্ষামন্ত্রী ‘নামাজ বাধ্যতামূলক’ করার কথা বলেছেন?

শিক্ষামন্ত্রী

‍”আগামী মাস থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করা হবে”

এরকম একটি খবর গত কয়েকদিন ধরে ফেসবুকে ঘুরছে। আসলেই কি শিক্ষামন্ত্রী এমন কিছু বলেছেন। ফলোআপনিউজের পক্ষ থেকে আমরা শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করেছি, বক্তব্য পেলে নিউজের সাথে সেটি আমরা সংযুক্ত করব।
তবে যে বক্তব্যটি কয়েকদিন ধরে ফেসবুকে ঘরছে সেটি এখানে সংযুক্ত করা হলো স্ক্রিনশট দিয়ে।

শিক্ষামন্ত্রী

বিশিষ্টজনেরা বলছেন, শিক্ষামন্ত্রীর এ ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। কারণ, আমাদের সংবিধান সকলকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, কিন্তু বাধ্যবাধকতা সেখানে আরোপ করা নেই। তাই কেউ একথা বললে সেটি অসংবিধানিক। তারা বলছেন, শিক্ষামন্ত্রী নিশ্চয়ই এমন কিছু বলেননি।