Headlines

এটি সুযোগের জয় নয়, আপসেট নয় । দিব্যেন্দু দ্বীপ

বাংলাদেশের দল এবার যা খেলছে তাতে আমি তাদের সেমি ফাইনাল খেলার সম্ভাবনাও উড়িয়ে দেব না। সত্যিকারের ফাইটিং এটিটুড বলতে যা বুঝায় সেটি এবার দেখাচ্ছে বাংলাদেশ দল। বোলিং ব্যাটিং ফিল্ডিং মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল। কালকে ইংল্যান্ডের সাথে যা খেলেছে সেটি তাদের সর্বোচ্চ প্রদর্শনী নয়, তারপরেও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ঐ ম্যাচে বাংলাদেশ জিতেছে। সবচে’ বড় কথা জেতার জন্য যে টেম্পারমেন্ট দরকার সেটি তাদের মধ্যে চোখে পড়েছে। একশো ওভারের খেলায় সবসময়ই বাংলাদেশ খেলার মধ্যে ছিল, ইংল্যান্ড খেলায় ফিরিছে মাঝে মাঝে। সবশেষে যোগ্য দল হিসেবে বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ বা কোন ছোট দল কোন বড় দলকে হারালে সেটিকে ‘আপসেট’ বলা হয়, তবে সে দিন বোধহয় শেষ হয়েছে। এখন আর এটি ‘আপসেট’ নয়, বরং বাংলাদেশ জিতবে -এরকম কথাই বলা হয়েছিল। যে সম্ভবনার কথা আগাম বলা যায় সেটি আপসেট নয়, যে কোন দলের বিপক্ষে বাংলাদেশের জয় এখন আর আপসেট নয়। anderson_1afrmsp-1afrmtg