আমরা ভীষণ ভাগ্যবান প্রজন্ম, আবার একই সঙ্গে অভাগাও

follow-upnews
0 0

রাজপথেই তো ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতির মানবিক ময়দানে আমিও হাঁটছি।দ্রোহে-বিদ্রোহে কেটেছে অনেকটা সময়। রাজনীতিতে সবারই চাওয়া-পাওয়ার কিছু বিষয় তো থাকেই—আমিও তার ঊর্দ্ধে নই। কিন্তু চাওয়া-পাওয়ার খেরোখাতা শূন্যই থেকে গেল। অনেক প্রশ্নই মনে জাগে,কিন্তু সে সব প্রশ্নের হিসেব মেলানোর সময় এখন নয়। দিন শেষে আজো আমি স্বাধীনতার পক্ষের প্রতীক—"নৌকা"—যা একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ তারই গান গেয়ে যাই।

Posted by Shariful Islam Khan on Saturday, December 8, 2018

জাকিয়া সুলতানা মুক্তা

আমরা ভীষণ ভাগ্যবান প্রজন্ম, আবার একই সঙ্গে অভাগাও।

আমরা বঙ্গবন্ধুকে দেখিনি, প্রিয় মাতৃভূমির স্বাধীনতা অর্জনের বন্ধুর মুক্তিসংগ্রাম প্রত্যক্ষও করিনি, যুক্ত হতে পারিনি মুক্তিযুদ্ধে।

কিন্তু আমরা যেমন দেখেছি স্বাধীনতাবিরোধী-মৌলবাদীদের অবাধ দৌরাত্ম্য, যুদ্ধাপরাধীদের দেশের সর্বোচ্চ আইনসভায় উচ্চাসন-তাদের গাড়িতে প্রাণের পতাকা ওড়ানোর দুঃসাহস; 
তেমন আবার আমরাই সেই প্রজন্ম, যারা দেখেছি এবং প্রত্যক্ষ ভূমিকা নিয়ে বাস্তব করেছি স্বৈরাচার ও মৌলবাদবিরোধী সর্বাত্মক প্রতিরোধকেও।

যাঁর অবিচল নেতৃত্ব শত শত প্রতিবন্ধকতাকে রুখে দিয়ে আজকের বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে চলার উপযুক্ত করে গড়ে দিয়েছেন, তিনি আমাদের দেশরত্ম, জননেত্রী শেখ হাসিনা।

যাঁকে এদেশ চিরকাল মনে রাখবে ‘গণতন্ত্রের মানসকন্যা হিসেবে’, আর সারা বিশ্ব জানবে একজন ‘ক্যারিশমাটিক লিডার’ হিসেবে।

আমরা ভাগ্যবান প্রজন্ম এ কারণেই যে~
আমরা ‘মাদার অফ হিউম্যানিটি’, ‘বিশ্ব শান্তির দূত’ প্রিয় বঙ্গবন্ধুকন্যার রাজপথের সংগ্রামী ভূমিকা দেখেছি।
আবার একই সাথে আমরাই সেই সৌভাগ্যবান প্রজন্ম, যারা সরকারপ্রধান হিসেবে ওনার বিচক্ষণ- দূরদর্শী সুফল তড়িৎ পদক্ষেপ নেয়ার প্রত্যক্ষ স্বাক্ষী।

অস্বীকার করবো না এই চলার পথে নানান মানবিক ত্রুটি-বিচ্যুতি ছিলো।
কিন্তু সব সীমাবদ্ধতা সত্ত্বেও যেসব বিষয়ে অভূতপূর্ব উন্নয়ন আজকের বাংলাদেশকে গড়তে পেরেছে, উন্নয়নের রোল মডেল হিসেবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে পেরেছে; তা এই একজন~
সুপ্রিয় হাসু আপার কোমল-কঠোর হাতের পরশেই।

তাইতো সবকিছুর পরেও এই আস্থা অনড়~
“যতদিন শেখ হাসিনার হাতে দেশ,
পথ হারাবে না বাংলাদেশ।”

উন্নত বাংলাদেশের স্বপ্ননির্মাতা শেখ হাসিনার উপর আবার আস্থা রাখি।
এই ছোট্ট পরিবেশনাটি তাঁর সরকারের সাফল্য গাঁথার সমন্বিত সংযোজন।

জয় বাংলা (
জয় বঙ্গবন্ধু (
জয়তু শেখ হাসিনা ()

রাজপথেই তো ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতির মানবিক ময়দানে আমিও হাঁটছি।দ্রোহে-বিদ্রোহে কেটেছে অনেকটা সময়। রাজনীতিতে সবারই চাওয়া-পাওয়ার কিছু বিষয় তো থাকেই—আমিও তার ঊর্দ্ধে নই। কিন্তু চাওয়া-পাওয়ার খেরোখাতা শূন্যই থেকে গেল। অনেক প্রশ্নই মনে জাগে,কিন্তু সে সব প্রশ্নের হিসেব মেলানোর সময় এখন নয়। দিন শেষে আজো আমি স্বাধীনতার পক্ষের প্রতীক—"নৌকা"—যা একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ তারই গান গেয়ে যাই।

Posted by Shariful Islam Khan on Saturday, December 8, 2018

Next Post

বাগেরহাট সরকারি পিসি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার সকাল ১০টা থেকে শহীদ মুক্তিযোদ্ধা অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ভবনে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শতবর্ষীয় বাগেরহাটের সরকারি পি.সি. কলেজে শহীদ মুক্তিযোদ্ধা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব ফারুখে আযম মু. আব্দুস ছালাম মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের […]
পিসি কলেজ

এগুলো পড়তে পারেন