ফাঁসির দাবী নিয়ে এসেছি

তাহেরা

আমাদের দেশের ৫৬৮৫ কোটি টাকা চোরাই পথে সুইস ব্যাংকে জমা হয়েছে। এ সর্বনাশ এ দেশের কৃষক বা শ্রমিকের হাত দিয়ে ঘটেনি। বরং কৃষক শ্রমিকেরাই আমাদের দেশের অর্থনীতির চাকা চালু রেখেছে। তারা আমাদের অর্থনীতির অতন্দ্র প্রহরী।

বিদেশের মাটিতে প্রায় দাস জীবনের বিনিময়ে আমাদের প্রবাসী শ্রমিকেরা টাকার জোগান দিয়ে চলেছে। বলে রাখা দরকার, আমাদের দেশ থেকে যে সব উচ্চ শিক্ষিত জনগোষ্ঠী আরাম আয়াসে বাইরে আছেন, তারা ভুলেই গেছেন বাংলাদেশের মানুষের রক্ত-ঘামের বিনিময়ে তারা আজ উপর তলার মানুষ।

যাইহোক বলছিলাম, আমাদের দেশ থেকে একদল দক্ষ চোর, ৫৬৮৫ কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করেছে। দেশের অভ্যন্তরে তদন্ত করলে এই চোরদের সনাক্ত করা কঠিন নয়।

দেশের লক্ষ-কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যারা এই সর্বনাশা খেলায় মেতে উঠেছে, শত কোটি দেশবাসীর পক্ষ থেকে আজ আমি তাদের ফাঁসির দাবী জানাচ্ছি।


তাহেরা বেগম জলি