অধ্যাপক ড. করুণাময় গোস্বামী ‘র মহাপ্রয়াণে শোকবার্তা

follow-upnews
0 0

অধ্যাপক ড. করুণাময় গোস্বামী


করুণাময় গোস্বামী একজন সংগীতজ্ঞ। তিনি ২০১২ সালে একুশে পদকে ভূষিত হন।

আজ (১ জুলাই, ২০১৭) শনিবার ভোর রাতে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মারা গেছেন।

বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

করুণাময় গোস্বামীর সন্তানরা দেশের বাইরে অবস্থান করছেন। তাঁরা দেশে ফিরলেই তাঁর সৎকারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তপন বাগচী।

Next Post

Learn Language: English to Spanish to French

যেকোনো ভাষা শেখার দুটো উপায় আছে- ১। শিশুর মত শেখা, অর্থাৎ শিশু যেমন স্বাভাবিকভাগে হা হু করতে করতে মাতৃভাষা শেখে, সেভাবে শেখা। ২। কোনো ভাষার ব্যাকরণ শিখে ভাষাটি অায়ত্ব করা। দ্বিতীয় পদ্ধতিটি যেহেতু কৃত্রিম পদ্ধতি, তাই এ পদ্ধতিতে একটি ভাষা শিখতে বেশি সময় লাগে, তবে শেখাটা যথাযথ হয়। বিষয় হচ্ছে, […]
English to Spanish to French

এগুলো পড়তে পারেন