১২ মে (২০২১) তারিখে জেলা পরিষদ ডাকবাংলোতে এক সংক্ষিপ্ত সভা থেকে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ-এর উপস্থিতিতে ৩১ সদস্যবিশিষ্ট শহীদস্মৃতি সংরক্ষণ কমিটি, বাগেরহাট গঠন করা হয়েছে।
সভা থেকে জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ মুক্তিযোদ্ধা মোতালেব হাওলাদারের সন্তান গোলাম কিবরিয়া নিপুকে আহ্বায়ক এবং গবেষক ও শিক্ষক আবিদা সুলতানাকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভা কেন্দ্রীয় কমিটিতে উত্থাপিত শহীদ পরিবারের সদস্যদের পাঁচটি দাবির সাথে সহমত পোষণ করে। একইসাথে সভা থেকে শহীদ পরিবারের মর্যাদা অক্ষুন্ন রক্ষার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। জেলা পরিষদ ডাক বাংলোর কনফারেন্স রুমে বিকাল ৩ টায় সভাটি অনুষ্ঠিত হয়।
শহীদ পরিবারের পাঁচটি দাবি
♣ ‘৭১-এর গণহত্যার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি থাকতে হবে এবং প্রতিটি শহীদের নাম গেজেটভুক্ত হতে হবে;
♣ যে এলাকায় যে তারিখে গণহত্যা হয়েছে স্থানীয় প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হতে হবে;
♣ পাকিস্তানের কাছ থেকে প্রাপ্য ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্থ শহীদ পরিবারগুলোকে দিতে হবে;
♣ প্রতিটি শহীদ পরিবারে যোগ্যতার ভিত্তিতে একজনকে সরকারি চাকরি দিতে হবে;
♣ অবিলম্বে ’৭১-এর গণহত্যার বিচার দাবী করতে হবে।